স্পোর্টস ডেস্ক :: সংবাদ প্রবাহ :: সজল দাশগুপ্ত :: রবিবার ০১,অক্টোবর :: বয়স তো কেবল সংখ্যা মাত্র, তা প্রমাণ করে দিলেন ভারতীয় মিক্স ডাবলস জুটি রোহন ,ঋতুজা । অনেক অঘটন ঘটিয়ে চাইনিজ টাইপে জুটি এশিয়ান গেমস মিক্স ডবলস টেনিসের ফাইনালে উঠে। অনেকেই ধারণা করেছিলেন ভারতীয় জুটিকে হয়তো রূপো পেয়ে সন্তুষ্ট থাকতে হবে।
তবে অসাধারণ পারফরম্যান্স করে ভারতকে টেনিসে সোনা এনে দিল রোহন বোপন্না ও ঋতুজা। প্রথম সেটে নিজদের মহিমায় ছিলেন চাইনিজ তাই পে জুটি। প্রথম সেট তারা ৬-২ সেটের ব্যবধানে জিতে নেয়। তবে দ্বিতীয় সেটে নিজেদের সেরা তুলে ধরেন ভারতীয় জুটি।৬-৩ সেটের ব্যবধানে সেট জিতে নেন। এরপর আর ভারতীয় জুটিকে আটকানো সম্ভব হয়নি।
টাই ব্রেকারে প্রতিপক্ষকে দাড়াতে দেননি তারা।১০-৪ ব্যবধানে জিতে ম্যাচ জিতে নেন তারা। এশিয়ান গেমসের টেনিসে বরাবর ভারতের পারফরমেন্স ভালো থাকে। আবারো তার প্রমাণ মিলল। ফাইনাল ম্যাচে প্রথমে পিছিয়ে থাকার পর যেভাবে তারা লড়াকু মানসিকতাকে সঙ্গী করে অসাধারণ লড়াই করে ম্যাচ জিতলেন তা যথেষ্ট প্রশংসনীয়। এর আগেও ভারত এশিয়ান গেমসে ভালো পারফরম্যান্স করেছে। নিঃসন্দেহে আজ ভারতীয় টেনিস প্রেমী তথা ভারতীয় ক্রীড়া জগতের কাছে গর্বের দিন।