নিজস্ব সংবাদদাতা ::সংবাদ প্রবাহ :: নদীয়া :: বুধবার ১৬,এপ্রিল :: গোটা রাজ্যের সাথে পাসপোর্ট জালিয়াতি মামলায় ইডির হানা এবার নদীয়ায়। নদীয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তি এলাকা গেদে উত্তরপাড়ায় হানা দেয় ইডি ।
গেদে উত্তরপাড়ার বাসিন্দা অলক নাথের বাড়িতে পৌঁছায় ইডি আধিকারিকরা। প্রথমে অলোকনাথের বাড়ি সিআরপিএফ জওয়ানরা ঘিরে ফেলে। এরপর বাড়ির মধ্যে প্রবেশ করে ইডির আধিকারিকরা।
শুরু হয় দীর্ঘ জেরা। খতিয়ে দেখা হচ্ছে বিভিন্ন নথিপত্র। দীর্ঘক্ষণ ধরে লাগাতার চলেছে ইডির জিজ্ঞাসাবাদ। এই অলক নাথ দীর্ঘদিন ধরে পাসপোর্ট ও ভিসা তৈরীর কাজ করতেন। ইডি সূত্রে খবর অলোক নাথ পাসপোর্ট ভিসা তৈরীর চক্রের অন্যতম এজেন্ট। দীর্ঘ সময় জেরার পর তাকে কলকাতার উদ্দেশ্যে নিয়ে যায় আধিকারিকরা।