নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: শনিবার ১০,জানুয়ারি :: নতুন বছরের শুরুতেই গোটা রাজ্য জুড়ে ২০২৬ শে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে সরগরম রাজ্য রাজনীতি।
তবে একদিকে যেমন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা আসেন রাজ্যে । অন্যদিকে আবার তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় আসেন উত্তরবঙ্গে।
তাছাড়াও আবারো ১৩ই জানুয়ারি কোচবিহারে আসছেন তৃণমূলের সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়। একদিকে যেমন বিজেপি নির্বাচনে জয় লাভের আশায় পাখির চোখ করে দেখছেন।
অন্যদিকে আবার তৃণমূল কংগ্রেস মাটি আঁকড়ে পড়ে রয়েছেন। এতেই রাজনৈতিক মহলে ভোটের পারদ প্রায় ঊর্ধ্বমুখী।
শুক্রবার কোচবিহারের সভা করলেন রাজ্য বিজেপির সভাপতি শমিক ভট্টাচার্য এবং প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। জেলা বিজেপি অন্যান্য নেতৃত্বদের উপস্থিতিতেই। এদিনের সভা মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসকে নিশানা করেন বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য ।

