নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদিয়া :: রবিবার ৩০,মার্চ :: গোডাউন থেকে পাটের গাট বের করার সময় রাস্তার ইলেকট্রিকের তারের সাথে শর্ট সার্কিটের ফলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদীয়ার কৃষ্ণগঞ্জ থানার মাজদিয়া করপাড়া মোড়ে।
স্থানীয় সূত্রে খবর আজ সকালে স্থানীয় একটি পাট গোডাউন থেকে পাট বের করার সময় ইলেকট্রিক তারের সাথে বেঁধে যায় পাটের গাট।তখনই দুই তারের সংঘর্ষের ফলে আগুন ধরে যায়। নিমেষের মধ্যে একের পর এক পাটের গাটে আগুন ধরতে শুরু করে।
আগুন লাগার ঘটনা চাউর হতেই স্থানীয় বাসিন্দারা ছুটে এসে প্রথমে আগুন নেভানোর চেষ্টা করলে খবর দেওয়া হয় দমকলে। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডের ফলে প্রাণহানি বা তেমন ক্ষয়ক্ষতি না হলেও যে সমস্ত পাঠ পুড়ে গেছে তা প্রায় লক্ষাধিক টাকার ওপর। তবে কি কারণে এই অগ্নিকাণ্ড তার তদন্ত শুরু করেছে দমকল ও স্থানীয় কৃষ্ণগঞ্জ থানার পুলিশ।