নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শুক্রবার ২৮,ফেব্রুয়ারি :: পূর্ব বর্ধমান জেলার গোদা হেলথ সিটি চত্বরে জমির সহায়ক মূল্য না পাওয়ায় বিক্ষোভে শামিল হলেন গোদা এলাকার অনিচ্ছুক কৃষকরা। অভিযোগ, ২০০৬ সালে বামফ্রন্ট সরকার জোরপূর্বক ৫৬ একর জমি অধিগ্রহণ করেছিল, যার মধ্যে ২৩ একর জমির ক্ষতিপূরণ আজও পাননি অনিচ্ছুক কৃষকরা।দীর্ঘ ১৪ বছর ধরে আশ্বাস ছাড়া কিছুই মেলেনি, তাই এদিন তাঁরা পোস্টার লাগিয়ে বিক্ষোভ দেখালেন এবং বেঙ্গল ফেইথ ম্যানেজমেন্টকে ডেপুটেশন জমা দিলেন।বিক্ষোভকারীরা জানান,
প্রশাসনের বিভিন্ন স্তরে বারবার আবেদন করেও কোনো সুরাহা হয়নি। জমি ফেরতের প্রতিশ্রুতি দেওয়া হলেও তা কার্যকর হয়নি। তাঁদের স্পষ্ট হুঁশিয়ারি, যদি দ্রুত সমস্যার সমাধান না হয়, তবে বৃহত্তর আন্দোলনে নামবেন।