নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বালুরঘাট :: মঙ্গলবার ২১,মে :: গোপনাঙ্গে লুকিয়ে সোনা পাচারের ছক। হিলির হাড়িপুকুর থেকে উদ্ধার ৫২ লক্ষ টাকার সোনা। ঘটনায় আটক করা হয়েছে এক মহিলাকে। চাঞ্চল্যকর ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার হিলির ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া হাড়িপুকুর এলাকার।
ঘটনার পরেই উদ্ধার হওয়া ছয়টি সোনার বিস্কুট শুল্ক দফতরের অপরাধ দমন শাখার হাতে তুলে দিয়েছে ৬১ নম্বর বিএসএফ ব্যাটেলিয়নের জওয়ানরা। আটক মহিলাকে তোলা হয়েছে বালুরঘাট জেলা আদালতে। বিএসএফ সুত্রের খবর অনুযায়ী ধৃত ওই মহিলার নাম খতেজা বিবি (৩৬) বাড়ি হিলির হাড়িপুকুর গ্রামে।
সোমবার বিকেলে কাটাতারের ওপারের গ্রাম বাংলাদেশ সীমান্ত লাগোয়া হাঁড়িপুকুরে ঢুকবার সময় এক সন্দেহভাজন মহিলাকে আটক করে কর্তব্যরত সীমান্ত রক্ষী বাহিনীর ৬১ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। মহিলার দেহে মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশির সময় ধরা পড়ে তার শরীরের কোথাও ধাতব কিছু লুকোনো রয়েছে।
এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার উদ্যোগ নিতেই বিএসএফ জওয়ানদের কাছে মহিলা নিজেই স্বীকার করে নেন তার গোপনাঙ্গে সোনা লুকিয়ে রাখার কথা। এরপরেই একে একে নিজের গোপনাঙ্গ থেকে মোট ৬টি সোনার বিস্কুট বের করে দেন ওই মহিলা বলে জানা গেছে। উদ্ধার হওয়া যে সোনার বাজার মূল্য ৫২ লক্ষ ২১ হাজার ৮২৮ টাকা। ওইদিন সন্ধ্যায় আইনি প্রক্রিয়া শেষ করে ধৃত ওই মহিলাকে হিলি শুল্ক দপ্তরের অপরাধ দমন শাখার হাতে তুলে দিয়েছে ৬১ নম্বর বিএসএফ ব্যাটেলিয়নের জওয়ানরা।