গোপন ডেরা থেকে কেএলও সুপ্রিমো জীবন সিংহের হুঙ্কার – পৃথক কামতাপুরি রাজ্যের দাবি

সজল দাশগুপ্ত  :: সংবাদ প্রবাহ :: জলপাইগুড়ি :: মঙ্গলবার ২০,ফেব্রুয়ারি :: ফের রাজ্য সরকারের প্রতি একরাশ ক্ষোভ উগড়ে দিয়ে পৃথক কামতাপুর রাজ্য গঠনের দাবিতে সরব হলেন কেএলও সুপ্রিমো জীবন সিংহ । গোপন ডেরা থেকে মঙ্গলবার আরও একটি ভিডিও বার্তা প্রকাশ করেন জীবন। এই ভিডিও বার্তায় তিনি কোচ, রাজবংশী, আদিবাসী, গোর্খাদের পৃথক কামতাপুর রাজ্য গঠনে এগিয়ে আসার আহবান জানিয়েছেন বলে সূত্রের খবর ।

জীবন সিংহ বলেন বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার অন্যায়ভাবে কেএলও সদস্য তাপস রায়কে গ্রেপ্তার করেছে। সংগঠনের মহাসচিব কৈলাশ কোচ ও মালখান সিংহকে গ্রেপ্তার করে রাষ্ট্রদ্রোহিতার মামলা দিয়েছে অসাংবিধানিকভাবে। তৃণমূল সরকারের এই ধরণের আচরণের তীব্র বিরোধীতা করছি। রাজ্য সরকারের এই আগ্রাসন সাম্রাজ্যবাদের কারণেই পৃথক কামতাপুর রাজ্য গঠনের প্রয়োজন।”

এই পৃথক রাজ্যের দাবিতে সবাইকে জাতীয় মুক্তি সংগ্রামে যোগ দেওয়ার আবেদন জানিয়েছেন জীবন সিংহ। জীবন সিংহ আরও বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কোচ-রাজবংশীদের গরীব বানিয়েছে, শ্রমিক বানিয়েছে। কামতাপুরিদের হত্যা করেছে। আগামী প্রজন্মের ভবিষ্যত নষ্ট করে দিয়েছে। রাষ্ট্রদ্রোহিতার মামলা দিয়ে জেলে পুরেছে কোচ রাজবংশীদের।

সম্প্রতি সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে কমতাপুরিদের ঠিক লোকসভা ভোটের আগেই এই হুঙ্কারকে অনেকেই বিরোধীদের মদতের হাত দেখছে বলে অভিযোগ রয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + 17 =