গোপন সংবাদের ভিত্তিতে একটি ১২ চাকার লরি থেকে ৫৫ কেজি গাঁজা আটক করলো আগরতলা পূর্ব থানার পুলিশ ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আগরতলা :: রবিবার ২৯,সেপ্টেম্বর :: গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী আগরতলা চন্দ্রপুর এলাকা থেকে নাগাল্যান্ডের রেজিস্ট্রেশনকৃত NL01k8197 নম্বরে একটি ১২ চাকার লরি থেকে ৫৫ কেজি গাঁজা আটক করলো আগরতলা পূর্ব থানার পুলিশ ।

গাড়ি থেকে আগরতলা চন্দ্রপুর এলাকায় আটক করে কলেজ টিলা ফাঁড়ির আউটপোস্টে নিয়ে আসে পুলিশ। সেখানে গাড়িটিকে তল্লাশি চালিয়ে গাড়িটির গোপন চেম্বার থেকে ৪৫ টি প্যাকেটে ৫৫ কেজি গাঁজা উদ্ধার হয়। যার কালু বাজারে মূল্য আনুমানিক ৭০ লক্ষ টাকা বলে জানিয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার কে। সাথে

গাড়ির চালক মিঠুন কর্মকারকে আটক করেছে পুলিশ। তার বাড়ি আগরতলা রামনগর এলাকায়। প্রাথমিক জিজ্ঞাসা বাদে গাড়ির চালক স্বীকার করেছে গাঁজাগুলি আগরতলা থেকে মেঘালয়ের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশ এ ব্যাপারে একটি এম ডি পি এস আইনে মামলা নিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে। রাজধানী শহরের বুকে গাঁজা আটককে কেন্দ্র করে চাঞ্চল্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + 9 =