নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেমারি :: বুধবার ১৯,মার্চ :: গোপন সূত্রের খবরের ভিত্তিতে মেমারি থানার পুলিশ ১৯ নম্বর জাতীয় সড়কের ধারে এক ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করেছে। ধৃতের নাম গঙ্গাধর কর্মকার । তার বাড়ি পূর্ব বর্ধমানের গলসি থানার অন্তর্গত সিমনোরি গ্রামে।
ধৃতের কাছ থেকে একটি লাইসেন্স বিহীন দেশী ৭ এমএম পিস্তল এবং ৫ রাউন্ড গুলি উদ্ধার হয় ।পুলিশ জানিয়েছে, ধৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারা গেছে যে সে বিহারের মুঙ্গেরের এক অস্ত্র ব্যবসায়ীর কাছ থেকে আগ্নেয়াস্ত্র কিনেছিল এবং এখানে অস্ত্রটি বিক্রি করতে এসেছিল।
জাতীয় সড়কের পাশে ভোলে বাবা হিন্দু হোটেলের কাছে কানাইডাঙ্গা এলাকায় অস্ত্রটি হাত বদল করার জন্য অপেক্ষা করছিল ধৃত। সেইসময় পুলিশ ওই ব্যক্তিকে আটক করে।