নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: রবিবার ৩,আগস্ট :: গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে গতকাল রাতে নাজিরহাট ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গগন সাহা মোড় এলাকায় এক মোটরসাইকেল (নং WB 64 Q 0253) আটক করে অভিযান চালায় সাহেবগঞ্জ থানার পুলিশ।অভিযানে দিঘলতারি গ্রামের নবাব আলির পুত্র আলম হোসেন (৫০) কে সন্দেহজনক অবস্থায় আটক করা হয়। এরপর দিনহাটা দুই নং ব্লকের সমস্ত উন্নয়ন আধিকারিক এর উপস্থিতিতে তার কাছ থেকে ৯৮ বোতল নিষিদ্ধ কফ সিরাপ ও ১৫ গ্রাম ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও বাজেয়াপ্ত করা হয়।
সম্পূর্ণ তল্লাশি ও বাজেয়াপ্ত করার প্রক্রিয়াটি ভিডিওগ্রাফির মাধ্যমে নথিভুক্ত করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে NDPS অ্যাক্টের সংশ্লিষ্ট ধারায় নির্দিষ্ট মামলা রুজু করেছে সাহেবগঞ্জ থানার পুলিশ।