নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদীয়া :: মঙ্গলবার ১০,সেপ্টেম্বর :: গোপন সূত্রে খবর পেয়ে নদীয়ার ভীমপুর থানার পুলিশ সোমবার রাত নটা নাগাদ প্রায় দেড় হাজার বোতল নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করে কৃষ্ণনগর পুলিশ জেলার ভীমপুর থানার পুলিশ ।পুলিশ সূত্রে খবর, একটি মারুতি ভ্যানের ভেতর থেকে দেড় হাজার বোতল ফেনসিডিল উদ্ধার হয়।
ফেনসিডিল বোঝাই গাড়িটি ভীমপুর থানার গোবরাপোতা মাঠের ভেতরে দাঁড় করিয়ে চেক করলে তার ভেতর থেকে দেড় হাজার বোতল ফেনসিডিল উদ্ধার হয়। পুলিশ তার সাথে একজনকে গ্রেফতার করে। ধৃত ব্যক্তির নাম এনামুল মোল্লা ,বয়স ৩৭ বছর।
ধৃত ব্যাক্তির বাড়ি মুর্শিদাবাদ জেলার সাগর পাড়া নটিয়ালাল এলাকায়। পুলিশ সূত্রে জানা যায়, নিষিদ্ধ ফেনসিডিল গুলিকে সাগরপাড়ার উদ্দেশ্যেই নিয়ে যাওয়া হচ্ছিল। অপরাধীকে আজ কৃষ্ণনগর জেলা দায়রা আদালতে তোলা হবে। কিন্তু এই পাচার কাণ্ডর সাথে আরও বড় চক্র জড়িত রয়েছে বা কতদিন ধরে এই পাচার কাণ্ড করে আসছে সে বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে ভীমপুর থানার পুলিশ।