গোপালপুরে নদী পাড়ের কাজ শুরু হওয়ার আগে কাজের এলাকাগুলি পরিদর্শনে এলেন দক্ষিণ মালদা সাংসদ ইশা খান চৌধুরী

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: মঙ্গলবার ১৩,মে :: গোপালপুরে নদী পাড়ের কাজ শুরু হওয়ার আগে কাজের এলাকাগুলি পরিদর্শনে এলেন দক্ষিণ মালদা সাংসদ ইশা খান চৌধুরী ও মানিকচকের প্রাক্তন বিধায়ক তথা কংগ্রেস নেতা মোত্তাকিন আলম।

১৩ই মে মঙ্গলবার ইশা খান চৌধুরী নদী পাড়ের জায়গাগুলি পরিদর্শন করে জনসাধারণের সঙ্গে কথা বলেন।

গোপালপুরের জনসাধারণ ও গঙ্গা ভাঙন প্রতিরোধ নাগরিক অ্যাকশন কমিটি পক্ষ থেকে একটাই দাবি করলেন,নদী পাড়ের কাজ যেনো up stream থেকে শুরু হয়। সেই সঙ্গে এবছর গোপালপুরে যে অংশগুলিতে কাজ হচ্ছে না, সেগুলো জায়গায় দ্রুত পাইলট প্রজেক্ট করে কাজ শুরু করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + six =