গোবাসায় তৃণমূলের বুথ সভাপতিকে পিটিয়ে খুন, অভিযুক্ত দলেরই একাংশ

সুদেষ্ণা মন্ডল  :: সংবাদ প্রবাহ :: গোসাবা :: মঙ্গলবার ২৮,নভেম্বর ::  জয়নগর, আমডাঙার পর এবার গোসাবা। লোহার রড় দিয়ে মেরে তৃণমূলের বুথ সভাপতিকে খুনের অভিযোগ দলেরই একাংশের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পুলিশ জেলার সুন্দরবন উপকূলীয় থানার পূর্ব রাধানগর এলাকায়। কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
জানা গিয়েছে, মৃতের নাম মোছাকুলি মোল্লা। বারুইপুর পুলিশ জেলার সুন্দরবন উপকূলীয় থানার পূর্ব রাধানগর এলাকার বাসিন্দা তিনি। তৃণমূলের বুথ সভাপতি ছিলেন মোছাকুলি। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, পূর্ব রাধানগর এলাকায় এক কিলোমিটার রাস্তা ঢালাইয়ের কাজ চলছিল।
কাজের মান ঠিকঠাক হচ্ছে না এই অভিযোগকে কেন্দ্র করে ঠিকাদারদের কন্ট্রাক্টর তথা প্রতিবেশী বাকিবুর মোল্লার সঙ্গে অশান্তি বেঁধেছিল মোছাকুলি মোল্লার। সেই অশান্তি ক্রমে চরমে ওঠে। অভিযোগ, লোহার রড দিয়ে বেধড়ক মারধর করা হয় মোছাকুলিকে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় গোসাবা হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
জানা গিয়েছে, অভিযুক্ত বাকিবুরও তৃণমূলের সঙ্গে যুক্ত। ফলে রাস্তার কাজ নিয়ে অশান্তি বাঁধলেও নেপথ্যে উঠে আসছে গোষ্ঠীদ্বন্দ্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − fourteen =