নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নিউজ ডেস্ক :: রবিবার ৭,ডিসেম্বর :: পানাজি থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে উত্তর গোয়ার আরপোরায় অবস্থিত জনপ্রিয় ‘বার্চ বাই রোমিও লেন’ নাইটক্লাবে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। আচমকাই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জেরেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে অনুমান করা হচ্ছে।
সেই সময় পার্টি চলছিল নাইটক্লাবে। ঘটনাস্থলে ছিলেন প্রচুর পর্যটকও। সিলিন্ডার বিস্ফোরণের পরই মুহূর্তের মধ্যেই গোটা নাইটক্লাব আগুনের গ্রাসে চলে আসে। আতঙ্কের জেরে অনেকেই ক্লাবের বেসমেন্টের রান্নাঘরের দিকে চলে যান। আর সেখানে যাওয়া মাত্রই আটকা পড়ে যান।
সূত্রের খবর, ধোঁয়ার কারণে দমবন্ধ হয়েছে মৃত্যু হয়েছে বেশিরভাগের। এখনও পর্যন্ত ১৮ জনের দেহ শনাক্ত করা হয়েছে বলে খবর।
মর্মান্তিক ওই ঘটনা নিয়ে এবার মুখ খুললেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সওয়ান্ত। তিনি দাবি করলেন, উত্তর গোয়ার নৈশক্লাবটিতে ভয়াবহ আগুন লাগার কারণ আতশবাজি পোড়ানো। পাশাপাশি হাতে গোনা প্রবেশপথ থাকায় মৃতের সংখ্যা বেড়েছে। যদিও গ্যাস সিলিন্ডার ব্লাস্টের দাবি উড়িয়ে দিয়েছেন তিনি।
এই ঘটনার পর থেকে বিরোধী দলের তোপের মুখে পড়েছেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সওয়ান্ত। ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছে সরকার। তারা এক সপ্তাহের মধ্যে প্রাথমিক রিপোর্ট জমা দেবে। পাশাপাশি মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা করে এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছেন সওয়ান্ত।
