গোরুর লেজে মোচড় দিলেই স্বর্গে যাওয়ার ছাড়পত্র মিলবে, এমনই অপার বিশ্বাসে বৈতরণী পারের পর্বও চলছে সাগরতট জুড়ে।

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: গঙ্গাসাগর :: মঙ্গলবার ১৪,জানুয়ারি :: মোক্ষ লাভের আশায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক লক্ষ পূর্ণ্যার্থী ছুটে এসছে গঙ্গাসাগরে। মঙ্গলবার সকাল থেকে পুন্য লাভের আশায় হিমশীতল জলে পুণ্যের ডুব দিচ্ছে কয়েক লক্ষ পূর্ণ্যার্থী।

পুণ্য স্নানের ক্ষেত্রে অপ্রীতিকর ঘটনা ঘটনা এড়ানোর জন্য জাতীয় বিপর্যয় বাহিনী এবং নৌ বাহিনীর কর্মীরা নজরদারি চালাচ্ছে নদীপথে।হিন্দু ধর্মে মকর সংক্রান্তির উৎসবের বিশেষ গুরুত্ব রয়েছে।

এই দিনে গঙ্গা স্নান এবং দান করা অত্যন্ত শুভ ও ফলদায়ক বলে মনে করা হয়। মকর সংক্রান্তির দিন সূর্য ধনু রাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করে। সূর্যের গমনকে বলা হয় সংক্রান্তি এবং মকর রাশিতে প্রবেশ হয় বলে একে মকর সংক্রান্তি বলা হয়।

নতুন সাগরসৈকত তৈরির ক্ষেত্রে পুণ্যার্থীদের নিরাপত্তার কথা মাথায় রাখা হচ্ছে। অনেক সাবধানতা অবলম্বন করে নতুন সৈকতটি সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে। বৈতরণী’ পার হওয়ার হিড়িকে গোরুর লেজে মোচড়ের পর্বও চলছে দুরন্ত মেজাজে। গোরুর লেজে মোচড় দিলেই স্বর্গে যাওয়ার ছাড়পত্র মিলবে, এমনই অপার বিশ্বাসে বৈতরণী পারের পর্বও চলছে সাগরতট জুড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 4 =