নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শনিবার ৮,ফেব্রুয়ারি :: শুক্রবার ছিল গোলাপ দিবস । গোলাপ ভালবাসার প্রতীক। এই গোলাপ দিবস দিয়ে শুরু হয় ভালোবাসার সপ্তাহ। শিলিগুড়ির বিভিন্ন ফুলের দোকানে দেখা গেল গোলাপের বাহার। ব্যস্ত রয়েছেন ব্
বিভিন্ন রঙের গোলাপ রয়েছে যেমন লাল গোলাপ, হলুদ গোলাপ, গোলাপি গোলাপ ইত্যাদি। এই প্রসঙ্গে ব্যবসায়ীরা জানিয়েছেন বিক্রি শুরু হয়েছে গোলাপের ভালোই বিক্রি হচ্ছে। কলকাতার গোলাপ যেমন রয়েছে তেমন রয়েছে ব্যাঙ্গালোরের গোলাপ।
কলকাতার গোলাপের দাম ১৫ থেকে ২০ টাকা আর ব্যাঙ্গালোরের গোলাপের দাম আরেকটু বেশি। আশা রাখছেন এবছর ভালোই বিক্রি হবে গোলাপের।