গোষ্ঠী সংঘর্ষে উত্তাল শিলিগুড়ির ২৮ নম্বর ওয়ার্ড, পুলিশের টিয়ার গ্যাস ও লাঠিচার্জে রণক্ষেত্র এলাকা

সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বৃহস্পতিবার ১০,জুলাই :: ২০ নম্বর ওয়ার্ডের ঘটনাকে কেন্দ্র করে ফের অশান্ত হল শিলিগুড়ি। মঙ্গলবার বিকেল নাগাদ গোষ্ঠী সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় শহরের ২৮ নম্বর ওয়ার্ড।

চলে পাথর বৃষ্টি, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের টিয়ার গ্যাস ছোড়া হয় এবং ব্যাপক লাঠিচার্জ করে পুলিশ। একাধিক ব্যক্তি আটক হয় বলেও পুলিশ সূত্রে জানা গেছে। উত্তেজনা ছড়িয়ে পড়তেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছান শিলিগুড়ি পুলিশ কমিশনার সি সুধাকরন।

তার নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী নামানো হয় এলাকায়। মুহূর্তে তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। দোকানপাট বন্ধ হয়ে যায়, রাস্তায় যান চলাচলও ব্যাহত হয়।

১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয় শর্মা এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে বলেন,”বিভেদের রাজনীতি করে বিজেপি নিজেদের স্বার্থে সাধারণ মানুষকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে। প্রশাসন আছে, আমরা চাই তারা কঠোর ব্যবস্থা নিক।”

অন্যদিকে, ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভয়া বোস এলাকার বাসিন্দাদের শান্ত থাকার আবেদন জানিয়ে বলেন, “আমরা সকলকে অনুরোধ করছি ধৈর্য্য ধরতে। অযথা উত্তেজনা সৃষ্টি করে পরিস্থিতি আরও খারাপ করা উচিত নয়। প্রশাসন কাজ করছে।”

২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সম্প্রীতা দাসও ওয়ার্ডবাসীকে আশ্বস্ত করে বলেন,
“পুলিশ প্রশাসনকে অনুরোধ করব দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে। এলাকায় শান্তি ফিরিয়ে আনাই এখন আমাদের প্রধান লক্ষ্য।”

এই ঘটনায় শহরবাসীর মধ্যে চরম উৎকণ্ঠা তৈরি হয়েছে। পুলিশের কড়া নজরদারিতে এলাকা বর্তমানে থমথমে। যদিও প্রশাসনের দাবি, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে, এবং যারা সংঘর্ষে জড়িয়ে ছিল তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + fifteen =