নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: মঙ্গলবার ৭,জানুয়ারি :: আশির দশকে তৎকালীন রেলমন্ত্রী এবিএ গনিখান চৌধুরীর হাত দিয়ে উদ্বোধন হয়েছিল গৌড় এক্সপ্রেসের। নয়া ট্রেন পেয়ে সেই সময়ে গোটা মালদাবাসী উৎসবে মেতেছিলেন।
কিন্তু তারপর চার দশক কেটে গেলেও সেই মান্ধাতার আমলের রেক নিয়েই মালদা-শিয়ালদহ ছুটছে ট্রেনটি। যা নিয়ে ক্ষোভের পারদ চড়ছিল জেলাবাসীদের মধ্যে।
অবশেষে মালদার ঐতিহ্যের গৌড় এক্সপ্রেসকে নতুন কোচ দিয়ে সাজিয়ে তোলার পরামর্শ দেন দক্ষিণ মালদার সাংসদ ইশা খান চৌধুরী, আর সেই অনুযায়ী পরিকল্পনা নিয়েছে রেল মন্ত্রক। অবশেষে অত্যাধুনিক এলএইচবি কোচ যুক্ত হয়েছে গৌড় এক্সপ্রেসে।
উত্তর মালদার সাংসদ খগেন মরমুর উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করে। পূর্ব রেলের মালদা ডিভিশনের পক্ষ থেকে এই উদ্যোগে খুশির হাওয়া মালদায়।