নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: শুক্রবার ১৪,নভেম্বর :: সালানপুর ও বারাবনি দুটি গুরুত্বপূর্ণ ব্লকের সংযোগকারী রাস্তা যেটি রূপনারায়ণপুর আমডাঙ্গা থেকে গৌরান্ডি পর্যন্ত মোট নয় কিলোমিটার নতুন রাস্তার কাজ চলছে যার কাজের জন্য মোট ৫ কোটি ৩২ লাখ ১ হাজার ৪০০ টাকা বরাদ্দ করা হয়েছিল ।
কিন্তু সেই রাস্তা কি আদৌ ঠিক হচ্ছে না এক পাতলা আস্তরণ দিয়ে ঢেকে ফেলা হচ্ছে । এমনই এক অভিযোগ উঠে এল কুসুমকানালি মোড় এলাকায় দেখা যাচ্ছে যে রাস্তার পিচ স্থানীয়রা হাতে করে তুলে নিতে পারছেন। এমনই পাতলা রাস্তা তৈরী হচ্ছে বলার নেই।
অন্য দিকে জেলা পরিষদের কর্মধক্ষ মোঃ আরমান জানান কাজ আপাতত এখন বন্ধ রয়েছে। ঠিকা সংস্থাকে ডেকে পাঠানো হয়েছে আলোচনা হবে তার পরে কাজ শুরু হবে। দপ্তর থেকে ইঞ্জিনিয়ারকে পাঠিয়ে খতিয়ে দেখা হবে।

