নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বার্নপুর :: মঙ্গলবার ২৬,মার্চ :: কলিযুগের অবতার গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব দিবস সারা বিশ্বে দোল উৎসব হিসাবে পালন করা হয়। আসানসোল শিল্পাঞ্চলের বার্ণপুরের টাউন পূজা প্রাঙ্গণে রাধাকৃষ্ণকে আট কুইন্টাল ফুল দিয়ে পুস্প অভিষেক করা হয়।
সোমবার সন্ধ্যায় বার্ণপুর টাউন পূজা প্রাঙ্গণে রাধাকৃষ্ণর পুস্পাভিষেক দেখতে অগণিত ভক্তের সমাগম ঘটে। মন্দিরের স্বেচ্ছাসেবক অভিজিৎ পাল জানান বিগত চার বছর ধরে বার্ণপুরের টাউন পূজা প্রাঙ্গণে রাধাকৃষ্ণকে পুস্প অভিষেক করা হয় ।
বৃন্দাবনে দোলের দিন রাধাকৃষ্ণ বিগ্রহকে পুস্প দিয়ে অভিষেক করা হয় বার্ণপুরের রাধাকৃষ্ণ বিগ্রহকে গত বছর চারশো কিলো পুস্প দিয়ে অভিষেক করা হয়েছিল এবং এই বছর আটশো কিলো ফুল দিয়ে অভিষেক করা হয়েছে। পুস্প অভিষেক দেখতে কয়েক হাজার ভক্ত উপস্থিত হয়েছিলেন।