সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শনিবার ৮,মার্চ :: গ্যাস ট্যাঙ্কারের আড়ালে গরু পাচার করার চেষ্টা বানচাল করল পুলিশ। গোপন সূত্র মারফত পুলিশের কাছে খবর আসে। খবর পাওয়ার পর পুলিশ শিলিগুড়ি মহকুমা পরিষদের ফাঁসিদেওয়া ব্লকের ডাঙ্গাপাড়াতে অভিযান চালায়। অভিযান চালায় বিধান নগর থানার পুলিশ।
এরপর সেখানে একটি গ্যাস ট্যাংকার আটক করে। এর পরবর্তী গ্যাস ট্যাঙ্কারের চালককে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। গ্যাস ট্যাঙ্কার থেকে উদ্ধার হয় গরু। যা দেখে পুলিশ কিছুটা হলেও হতবাক হয়ে পড়ে।
গ্যাস ট্যাংকরে চালককে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের নাম খুনসুদ খান (৪৫)। সে উত্তর প্রদেশের সামলী জেলার বাসিন্দা।
বিধান নগর থানার পুলিশ সূত্র মারফত খবর পাওয়া গেছে, ওই গ্যাস ট্যাঙ্কার থেকে ১৬টি গরু উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া গরু বিহার থেকে নিয়ে ধুপগুড়ির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। সেখান থেকে আসাম হয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে ছিল পাচারকারীদের।