নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: সোমবার ১৫,ডিসেম্বর :: গ্যাস সিলিন্ডারের পাইপলাইন ফেটে অগ্নিকাণ্ড, অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা। সোমবার দুপুরে দুর্গাপুরের ১৬ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রপল্লী এলাকায় গ্যাস সিলিন্ডারের পাইপলাইন ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুনে একটি বাড়ি ভস্মিভূত হয়। ঘটনায় সুশান্ত দে নামে এক ব্যক্তি অল্পবিস্তর অগ্নিদগ্ধ হন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন ও দুর্গাপুর থানার পুলিশ। এলাকায় ছড়ায় আতঙ্ক।
প্রাক্তন কাউন্সিলর সুশীল চ্যাটার্জী জানান, ঘটনাস্থলে পৌঁছে গ্যাস সিলিন্ডার ও একটি ফ্রিজ জ্বলতে দেখা যায়। দমকলকর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।
দুর্গাপুর দমকলের সাব-ইন্সপেক্টর রিপন বড়ুয়া বলেন, জীবনের ঝুঁকি নিয়ে বাড়ি থেকে জ্বলন্ত গ্যাস সিলিন্ডার বের করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনা গেছে এবং বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

