সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: কাকদ্বীপ :: রবিবার ১৪,ডিসেম্বর :: দক্ষিণ ২৪ পরগনার পাথোরপ্রতিমা ব্লকের রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতের দেশপ্রান স্কুল সংলগ্ন এলাকায় একটি বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেল ।
উল্লেখ্য আরতি মাইতি নামে এক মধ্যবয়স্কা স্বামী পরিত্যক্ত মহিলা ওই বাড়িতে বাস করতেন।রবিবার দুপুরে হঠাৎ করে ঘরের মধ্যে গ্যাস সিলিন্ডার থেকে আগুন ধরে যায় । এরপর তীব্র আওয়াজে বিস্ফোরণ ঘটে । দাউ দাউ করে জ্বলতে থাকে গোটা বাড়ি ।
প্রত্যক্ষদর্শীরা জানান , ঘরের মধ্যে ওই গৃহবধূ ধুপ দিয়েছিলেন । সেই ধূপের আগুন থেকে বাড়ির মধ্যে পুড়তে থাকে । পরবর্তীতে আগুন ছড়িয়ে পড়ে গ্যাস সিলিন্ডার ফেটে যায়। আরতি দেবী একা বাড়িতে থাকেন ।
স্বামী বহুদিন আগে তাকে ছেড়ে চলে গিয়েছে। একমাত্র মেয়েকে বিয়ে দেওয়ার পর তিনি বসবাস করছিলেন ওই বাড়িতে । ঘর পুড়ে যাওয়ায় এই মুহূর্তে অসহায় হয়ে পড়েছেন তিনি ।

