গ্রামবাংলার মহিলারা পৌষ মাসের প্রথম থেকে শেষ পর্যন্ত এই টুসু উৎসবে মেতে উঠে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়াঃ :: গ্রামবাংলার বারো মাসে তেরো পার্বণের অন্যতম পরব হলো টুসু পরব । গ্রামবাংলার মহিলারা পৌষ মাসের প্রথম থেকে শেষ পর্যন্ত এই টুসু উৎসবে মেতে উঠে।

পৌষ সংক্রান্তি পুণ্য লগ্নে টুসু দেবীকে নদী বা পুকুরে বিসর্জন এর মধ্যে দিয়ে শেষ হয় বাংলার ঐতিহ্যের এই উৎসব। কিন্তু এই বৎসরে মন ভালো নেই ভেলা তৈরির কারিগরদের। বৃষ্টিতে নষ্ট হয়েছে চাষ করা আলুর জমি। দিশেহারা হয়ে পড়েছেন তাঁরা।

এখন সংসার চালাতে কিছু পয়সা রোজগারের আসায় – শুকজোড়া গ্রামের হারাধন বাবু তাঁর দোকানে বসেছেন পৌষ সংক্রান্তির ব্যবহৃত ভেলা তৈরি করতে।হাতে মাত্র আর একদিন তারপরের দিন” টুসু পরব “তাই সকাল হতেই ভেলা বাঁধতে হাতে- হাত লাগিয়েছেন তাঁর ছেলেও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 4 =