কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শুক্রবার :: ১০,জানুয়ারি :: মানিকচকের শিবনটোলা গ্রামে বিদ্যুৎ সংযোগের খুঁটি দেওয়াকে কেন্দ্র করে বিক্ষোভ গ্রামবাসীদের।শুক্রবার দুপুরে প্রায় ৩০মিনিট কাজ বন্ধ করে চলে বিক্ষোভ প্রদর্শন।
গ্রামবাসীদের অভিযোগ বিদ্যুৎ দপ্তর ১১ হাজার ভোল্টের বিদ্যুতের খুঁটি বাড়ির গা ঘেঁষে দিচ্ছে, ফলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, তার দায় কে নিবে?যার ফলে এই বিক্ষোভ। যদিও ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ ছুটে আছে মানিকচক থানার পুলিস এবং বিক্ষোভ তুলে শুরু করে কাজ।