নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রায়গঞ্জ :: মঙ্গলবার ৩১,ডিসেম্বর :: উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে গ্রামীণ টোটো নিষিদ্ধ হলো শহর এলাকায়, টোটো চালকদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠল রায়গঞ্জ। রায়গঞ্জ ব্লকের ৯ নম্বর গৌরি অঞ্চলের পঞ্চায়েতের গেটে তালা লাগিয়ে দিল ক্ষুব্ধ টোটো চালকরা। রাস্তা অবরোধ করে বিক্ষোভে উত্তাল হয়ে উঠল গ্রামীণ মানুষ।
উল্লেখ্য সম্প্রতি রায়গঞ্জ পৌর প্রশাসন এক নির্দেশ জারি করে গ্রামীণ টোটো শহরে ঢোকা নিষিদ্ধ ঘোষণা করেছে। যানজট নিয়ন্ত্রণ করতে শহরের টোটো কেউ রঙে রঙে বিভক্ত করে আংশিক নিষিদ্ধ করেছে শহরে চলাচলের ক্ষেত্রে। এতেই ক্ষুব্ধ হয়ে উঠেছে সমস্ত স্তরের টোটো চালকরা।
গ্রাম ও শহরের বিভেদ সৃষ্টি করায় ক্ষুব্ধ হয়ে উঠেছে গ্রামীণ মানুষরাও, পঞ্চায়েতের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হয়েছে, করেছে রাস্তা অবরোধ। এদিন গ্রামীণ টোটো চালকরা হুমকি দিয়েছে তাদের যদি শহরে প্রবেশ করতে না দেওয়া হয় তবে শহরের মানুষকেউ তারা গ্রামে কোন কাজ করতে যেতে দেবেন না। স্কুল- ব্যাংক সহ অন্যান্য অফিসও অচল করে দেবেন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রায়গঞ্জ থানার পুলিশ বাহিনী, আলোচনার আশ্বাস দিয়ে অবরোধ মুক্ত করে রাস্তা এবং তালা খুলে দেয় পঞ্চায়েতের গেটের ।