নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ধুপগুড়ি :: রবিবার ২৯,জুন :: গ্রামীন চিকিৎসকদের নিয়ে বিশেষ প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন হলো ধুপগুড়ির একটি বেসরকারি লজে। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত এই অনুষ্ঠানটি চলে।
এদিন গ্রামীণ চিকিৎসকদের ইনফরমাল হেলথ কেয়ার প্রোভাইডার এসোসিয়েশন,এর পক্ষ থেকে প্রায় ১৫০ জন গ্রামীণ চিকিৎসা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। বর্তমান যুগে প্রায় ৭০ শতাংশ মানুষ গ্রামীন চিকিৎসকদের উপর নির্ভরশীল।
যার কারণে গ্রামীন চিকিৎসকদের যাতে চিকিৎসা করতে কোন ভুল ত্রুটি না হয়, বা চিকিৎসার ফলে কোন রোগীর সমস্যা না হয় তার জন্য ইনফোর্মাল হেলথ কেয়ার প্রোভাইডার এসোসিয়েশনের পক্ষ থেকে প্রায় দেড়শো জন সদস্যকে নিয়ে প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করা হয়।
ইনফর্মাল হেলথ কেয়ার প্রোভাইডার এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ শেখ ফরিদ জানান বর্তমান যুগে গ্রামীন এলাকায় গ্রামীণ চিকিৎসকদের ভুল ত্রুটির কারণে অনেক জায়গায় রোগীর মৃত্যু পর্যন্ত ঘটছে,
যার কারণে গ্রামীণ চিকিৎসকদের আরো আপডেট করতে বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হবে আগামী কয়েকদিনের মধ্যেই। আজকে আমাদের বিশেষ প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন হয়।