নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ধুপগুড়ি :: শনিবার ৬,জুলাই :: ডুডুয়ার গ্রাসে ১০ টি বাড়ি। নদী বাঁধের দাবি জোরালো হলো ধূপগুড়ি ব্লকের সাঁকোয়াঝোরা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সোনাখালী এলাকায়। স্থানীয়দের কথায় দীর্ঘদিনের সমস্যা। বর্ষা শুরু হয়েছে। নদীর জল বাড়ছে নতুন করে শুরু হয়েছে নদী ভাঙ্গন।
আরো ভাঙ্গন বাড়লে ১০ টি বাড়ি সহ একটি মসজিদ তলিয়ে যাবে। অভিযোগ এর আগে ধূপগুড়ি মহকুমা শাসক ও সেচ দপ্তরের আধিকারিকরা এসেছিলো পরিদর্শনে। আর সেই আশাতে বুক বেঁধেছিলো স্থানীয়রা। তাঁরা মনে করেছিলো এবার হয়তো স্থায়ী বাঁধের সমাধান হবে। ভাঙ্গন থেকে বাঁচবে তাঁরা। লিখিত আকারেও বাঁধের দাবি জানানো হয়েছিল।
তবে এখনো কোনো সমাধান হচ্ছে না। ডুডুয়া নদীতে বিলীন হয়ে যেতে বসেছে কৃষি জমি, বাড়ি ঘর, মসজিদ। এই বর্ষা যেন আরো চিন্তা বাড়াচ্ছে স্থানীয়দের। নিজের ভিটে মাটি হারানোর আতঙ্কে সোনাখালী গ্রামের মানুষ।