নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: প্রশাসনকে বারবার জানিয়েও কাজ হয়নি, তাই এবার গ্রামের মানুষকে সঙ্গে নিয়ে রাস্তা সংস্কারে হাত লাগালেন সোনামুখীর বিধায়ক দিবাকর ঘরামী। সোমবার সকালে কোদাল হাতে এই কাজে নেমে পড়লেন তিনি।
স্থানীয়দের তরফে জানানো হয়েছে, সোনামুখীর পূর্ব নবাসন গ্রাম পঞ্চায়েতের করুমপুর থেকে ভাটপাড়া কলোনী (বৈরাগী পাড়া) পর্যন্ত প্রায় দু’ কিলোমিটার রাস্তা দীর্ঘদিন বেহাল। ছাত্র ছাত্রীদের স্কুল-কলেজে যাওয়া থেকে এলাকার সমস্ত মানুষের বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগের অন্যতম মাধ্যম এই রাস্তা। প্রশাসনকে বারবার জানিয়েও কাজ হয়নি।
এবার প্রশাসনের মুখাপেক্ষি না হয়ে নিজেদের ‘গ্রামের ছেলে’ বিধায়ক দিবাকর ঘরামীর নেতৃত্বে নিজেরাই নিজেদের এলাকার রাস্তা সারাইয়ে নেমে পড়লেন বলে জানান। বিধায়ক দিবাকর ঘরামী বলেন, এই রাস্তা সংস্কারে প্রশাসন উদ্যোগী নয়। বিধায়কের এলাকা উন্নয়ন তহবিলের মাত্র ৬০ লক্ষ টাকায় সব কাজ করা সম্ভব নয়। ফলে গ্রামবাসীদের নিয়ে নিজেরাই এই কাজে উদ্যোগী হয়েছেন বলে তিনি জানান।
এবিষয়ে তৃণমূল নেতা ও সোনামুখী পঞ্চায়েত সমিতির সভাপতি প্রণব রায় বলেন, ঐ রাস্তার বিষয়টি আমাদের নজরে আছে। জেলা পরিষদের তরফে ঐ কাজ হবে। তবে বিধায়ক ‘দৃষ্টি আকর্ষণের জন্য’ এসব করছেন বলে তিনি দাবি করেন।