নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: ৩,মে :: গ্রামে গ্রামে ঘুরে বর্জ্য পদার্থ সংগ্রহ করা হবে। আর তা থেকে তৈরি হবে জৈব সার। পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের আলেফনগর গ্রামে কঠিন বর্জ্য প্রক্রিয়াকরণ ব্যবস্থাপনা প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন হল। এদিন উদ্বোধনে ছিলেন পূর্ব বর্ধমান জেলাপরিষদের সভাধিপতি শম্পা ধাড়া।
ছিলেন জেলাপরিষদের স্বাস্থ্য কর্মাধক্ষ্য বাগবুল ইসলাম, আউশগ্রাম ১ বিডিও অরিন্দম মুখোপাধ্যায় । বিডিও জানান এলাকায় গ্রামে গ্রামে ঘুরে বর্জ্য সংগ্রহ করা হবে। ওই বর্জ্য প্রক্রিয়াকরণের মাধ্যমে জৈব সার তৈরি করা হবে। প্রকল্পের জন্য দুটি রিকশা দেওয়া হয়েছে। যেগুলি গ্রামে গ্রামে ঘুরে বর্জ্য সংগ্রহ করবে।