গ্রামে চলছিল ঈদ উপলক্ষে অনুষ্ঠান সেই সুযোগে পরপর ১১টি সাবমারসিবলের বিভিন্ন যন্ত্রাংশ চুরি, চিন্তায় রাতের ঘুম উড়েছে ৪০০ থেকে ৫০০ বিঘের ধান চাষীদের,

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: বৃহস্পতিবার ৩,এপ্রিল :: বাঁকুড়া জেলা ইন্দাস থানার রোল গ্রাম পঞ্চায়েতের ডেওগড়িয়া গ্রাম।‌ গ্রামে অধিকাংশ কৃষি প্রধান মানুষ। গ্রামের পাশেই রয়েছে বিঘার পর বিঘা ধানের জমি। আর কয়েকবার জমিতে জল দিলেই সোনালী ফসল পাকবে এবং তা ঘরে তুলবেন কৃষকরা।

ধান জমিতে এই সময় জলের অতি প্রয়োজন থাকে। ধান জমিতে পর্যাপ্ত পরিমাণ জলের চাহিদা মেটানোর জন্য ডেওগড়িয়া গ্রামের মাঠ জুড়ে বিভিন্ন স্থানে ১১টি সাবমারসিবল বসানো ছিল।

এমত পরিস্থিতিতে ঈদের পর দিন গ্রামে চলছিল অনুষ্ঠান। ‌গ্রামের মানুষ মেতে ছিলেন অনুষ্ঠানে। সেই সুযোগ বুঝে ডেওগড়িয়া গ্রামের মাঠে প্রত্যেকটি সাবমারসিবেলের বিভিন্ন যন্ত্রাংশ চুরি করে নেয় চোরেরা।

সাবমারসিবল ঘর গুলির তালা ভেঙ্গে চোরের দল চুরি করে। যখন কৃষকরা ধান জমিতে জল দিতে যায় তখন তাদের নজরে আসে বিষয়টি। দেখা যায় একের পর এক সাবমারসিবল এর বিভিন্ন যন্ত্রাংশ চুরি হয়ে গেছে। এরপরেই মাথায় আকাশ ভেঙ্গে পড়ে কৃষকদের। ‌ জমিতে ভরা ফসল এই পরিস্থিতিতে ধান জমিতে জল না দিতে পারলে সমস্ত ধান নষ্ট হয়ে যাবে।

কি করবে ভেবে কুলকিনারা না পেরে কৃষকরা দারস্ত হয় ইন্দাস থানায়। ‌ ঘটনাস্থলে পৌঁছায় ইন্দাস থানার পুলিশ। ‌ সমগ্র বিষয়টি তদন্ত শুরু হয়েছে। ‌ কে বা কারা এই ঘটনায় জড়িয়ে তার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে ইন্দাস থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + fifteen =