গ্রামে ঠান্ডা পরেছে শীত পোশাকে থাকা লোকজনকে জিজ্ঞাসাবাদ,তারকেশ্বর যাওয়ার পথে গাড়ি থামিয়ে নাকা পুলিশের।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: তারকেশ্বর :: শনিবার ১৫,নভেম্বর :: বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে রাজধানী দিল্লীর বুকে ঘুরে বেরিয়েছে জঙ্গী গাড়ি।বিস্ফোরক ছিলো যে গাড়িতে সেই গাড়ি ঠিক সময়ে তল্লাসী করলে এতগুলো মানুষের প্রাণ হয়ত এভাবে চলে যেত না। দেশের রাজধানীতে বিস্ফোরনের পর গ্রামাঞ্চলেও সতর্ক পুলিশ।

হরিপালের মালিয়ায় নাকা তল্লাশি হুগলি গ্রামীন পুলিশের। বৈদ্যবাটি তারকেশ্বর রোডে গাড়ি দাঁড় করিয়ে ডিকি খুলে চেক করার পাশাপাশি চায়ের দোকানে বসে থাকা মানুষদের জিজ্ঞাসাবাদ।অজ্ঞাত পরিচয় কেউ এলাকায় এলে বা গ্রামে দেখা গেলে তার সম্বন্ধে পুলিশকে জানাতে নির্দেশ।থানার নাম্বার ভিলেজ পুলিশের নাম্বার রেখে দেওয়ার পরামর্শ।

দিল্লির লাল কেল্লার কাছে বিস্ফোরণে মৃত্যুর পর গোটা দেশে এলার্ট জারি করা হয়েছে। ইতিমধ্যেই দেশের নানা প্রান্ত থেকে বেশ কয়েকজন জঙ্গিকে পাকড়াও করা হয়েছে।আরো জঙ্গি বিভিন্ন জায়গায় আত্মগোপন করে থাকতে পারে। নাশকতা ঘটানোর পরিকল্পনা করতে পারে।

রাতে হরিপালের মালিয়া এলাকায় নাকা তল্লাশি শুরু করে পুলিশ। নেতৃত্ব দেন ডিএসপি হেডকোয়ার্টার অগ্নিশ্বর চৌধুরী,তারকেশ্বরের সি আই প্রশান্ত চ্যাটার্জী এবং হরিপালের ওসি অরূপ মন্ডল।

গাড়ি তল্লাসীর পাশাপাশি রাস্তার পাশের বিভিন্ন দোকানে গুটিশুটি মেরে বসে থাকা মানুষজনকে জিজ্ঞাসাবাদ করেন পুলিশ আধিকারীকরা।সন্দেহ ভাজন কাউকে দেখলে পুলিশকে খুবর দিতে বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 14 =