নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কীর্ণাহার(বীরভূম) :: শনিবার ১৫,মার্চ :: গ্রামে দোল উৎসবের মহোৎসবে সামিল হয়ে দুই পক্ষের বিবাদ আর যার জেরে একপক্ষ বহিরাগত দুষ্কৃতীদের ডেকে গ্রামে আক্রমণ করিয়েছে এমনটাই অভিযোগ তুলছে অপরপক্ষ। আর এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল কীর্ণাহারের আনাইপুর গ্রাম।
ঘটনাস্থলে লাভপুর,নানুর ও কীর্ণাহার তিন থানার ওসি সহ বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে গ্রামবাসীদের অভিযোগ তারা মহোৎসবের যোগ দিয়ে জয় শ্রীরাম ধ্বনি দিয়েছিলেন আর তাতেই অপর পক্ষের আপত্তি থেকে হাতাহাতি, যার জেরে বহিরাগতদের ডেকে মারধর করানো হয়েছে…
এদিকে একসময় গ্রামবাসীরা দোষীদের শাস্তি ও নিরাপত্তার দাবিতে পুলিশদের ঘিরেও বিক্ষোভ দেখাতে শুরু করে। তারা দাবি করে দুষ্কৃতীরা মহিলাদেরও মারধর করেছে,পাশাপাশি রীতিমতো হুমকিও দিয়ে গেছে।
এদিকে গ্রামবাসীরা ঘটনাস্থলেই লিখিত অভিযোগপত্র তুলে দেন ওসির হাতে,পুলিশের পক্ষ থেকে কড়া পদক্ষেপেরও আশ্বাস দেওয়া হয়।তবে এখনো পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতারের কোন খবর পাওয়া যায়নি।