নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: গ্রামে নতুন নিকাশী তৈরির কাজ শেষ না করেই ফলক লাগানোর অভিযোগ। ক্ষুদ্ধ গ্রামের বাসিন্দারা। এই কাজে দূর্নীতির অভিযোগ তুলে জেলা শাসকের দ্বারস্থ গ্রামের বাসিন্দারা। মালদহের ইংরেজবাজার ব্লকের কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের বাহান্নবিঘা গ্রামে একটি নতুন ড্রেন তৈরির কাজ শুরু হয়।
স্থানীয় বাসিন্দাদের সুবিধার জন্য গ্রামে ১৫০ মিটার নতুন ড্রেন নির্মাণের অনুমোদন মেলে। প্রায় তিন মাস আগে ড্রেন তৈরির কাজ শুরু করে ঠিকা সংস্থা। গ্রামবাসীদের অভিযোগ প্রায় দেড়শো মিটার ড্রেন তৈরির অনুমোদন মেলে। কিন্তু ঠিকা সংস্থা প্রায় ৬০ থেকে ৭০ মিটার ড্রেন তৈরি করার পরে কাজ বন্ধ করে দেয়।
জানা গিয়েছে ড্রেন তৈরির জন্য পঞ্চদশ অর্থ কমিশন থেকে টাকা বরাদ্দ করা হয়। ২০২২ -২৩ অর্থবর্ষে এই কাজের জন্য প্রায় সাড়ে তিন লক্ষ টাকা বরাদ্দ হয়। গ্রামের বাসিন্দাদের অভিযোগ ঠিকা সংস্থার কর্মীরা কাজ করার সময় কোন সিডিউল দেখায়নি গ্রামবাসীদের। কাজ শুরু সময় দেড়শো মিটার এলাকা মাপ যোগ করলেও অবশেষে কাজ করা হয়েছে মাত্র ৭০ মিটার।