নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: শনিবার ০২,ডিসেম্বর :: গ্রামে প্রতিনিয়ত গরু চুরির প্রতিবাদে তুফানগঞ্জ ভাটিবারি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ বিজেপির। বিজেপি তুফানগঞ্জ ১ নং মন্ডলের পক্ষ থেকে ধলপল বাজারে এই অবরোধ করা হয়। এ বিষয়ে বিজেপি এক নং মন্ডল সভাপতি যুগল কিশোর দাস বলেন ধলপল ১ গ্রাম পঞ্চায়েত এলাকায় একের পর এক বাড়ি থেকে গরু চুরি যাচ্ছে।
