গ্রামে ৯০০ জন, গ্রামে উপভোক্তা আবাস যোজনা পাওয়ার জন্য তাদের নামের তালিকা তৈরি হয়েছিল। কিন্তু গ্রামে বারবার প্রশাসনিক সার্ভে করার পরও মাত্র তিনজনের নাম এসেছে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: শনিবার ১৬,নভেম্বর :: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লক যোগেশগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ৯ নম্বর হেমনগর গ্রামের ঘটনা ২০২১ ও ২২ সালে এই গ্রামে ৯০০ জন, গ্রামে উপভোক্তা আবাস যোজনা পাওয়ার জন্য তাদের নামের তালিকা তৈরি হয়েছিল।

কিন্তু গ্রামে বারবার প্রশাসনিক সার্ভে করার পরও মাত্র তিনজনের নাম এসেছে। এই নিয়ে ক্ষোভে ফেটে পড়েছে গ্রামবাসীরা প্রতিবাদ বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামের মানুষ তাদের দাবি বিরোধী হওয়ায় যোগেশগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান নগেন্দ্র বৈদ্য সহ শাসক দলের নেতারা পরিকল্পিতভাবে তাদের নামের লিস্ট থেকে বাদ দিয়েছেন

এই বুুথের বিজেপি পঞ্চায়েতের নির্বাচিত সদস্য বিমল বর্মন এই দাবি করেছেন। এই নিয়ে গ্রামে বিক্ষোভ দেখায় । হিঙ্গলগঞ্জের ভিডিও দেবদাস গাঙ্গুলীর কাছে তারা লিখিতভাবে জানিয়েছে, তিনি বলেছেন নতুন করে সার্ভে হবে ঠিক উপভোক্তায় আবাস যোজনার ঘরের বেনিফিসিয়ারি পাওয়ার যোগ্য সঠিক তারাই আবাস যোজনা ঘর পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + one =