নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেমারি :: বুধবার ২২,নভেম্বর :: বুধবার ভোরে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত রসুলপুর মেমারি থানা সূত্রে জানা যায় রসুলপুরের দলুই বাজার এলাকায় ইন্ডিয়ান ব্যাংকের গ্রাহক পরিষেবা কেন্দ্রের প্রায় ৩০০ গ্রাহকের আনুমানিক ৩০ লক্ষ টাকা তছরূপ করেছেন কিরিটি বৈরাগ্য।
জানা যায় মঙ্গলবার গ্রাহক পরিষেবা কেন্দ্রটি বন্ধ থাকায় ইন্ডিয়ান ব্যাঙ্কের ম্যানেজারকে ঘেরাও করে গ্রাহকরা বিক্ষোভ দেখায়। শীতলা দাস, সুলতা সাঁতরা, সুনয়নী সাঁতরা, মিলনী মন্ডল. বুনি চালক, দীনবন্ধু অধিকারী, রেখা অধিকারী ছাড়াও আরও অনেকে অভিযোগ করেন তাদের সরলতা ও অজ্ঞনতার সুযোগ নিয়ে গ্রাহক পরিষেবা কেন্দ্রের মালিক কিরিটি বৈরাগ্য তাদের টাকা নিয়ে প্রতারণা করেছে।

সুনির্দিষ্ট লিখিত অভিযোগের ভিত্তিতে মেমারি থানার পুলিশ গ্রাহক পরিষেবা কেন্দ্রের মালিক কিরিটি বৈরাগ্যকে গ্রেপ্তার করে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বুধবার সকালে বর্ধমান আদালতে পাঠায়। আদালত তদন্তের সার্থে কিরিটি বৈরাগ্যকে চারদিনের পুলিশ হেফাজতে পাঠায়।