নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মায়াপুর :: শনিবার ১১,মে :: গ্রীস্মের দাবদাহ থেকে মুক্তি পেতে ভগবানের শরীরে চন্দন লেপে অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু হলো চন্দন যাত্রা উৎসব। মায়াপুর ইসকন মন্দিরের পুস্করিনীতে রাধামাধবের বিগ্রহকে সংকীর্তন শোভাযাত্রা সহকারে এনে পঙ্খিরাজ নৌকোয় নৌকো বিহার করানো হয়।
অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু হওয়া এই চন্দন যাত্রা উৎসব চলবে ২১ দিন ব্যাপী। প্রতিদিন বিকেলে হাজার হাজার দেশী বিদেশী ভক্ত সমন্বয়ে এই চন্দন যাত্রা উৎসব পালিত হয়ে থাকে প্রভুপাদের সমাধি মন্দির সংলগ্ন পুস্কারিনীতে।
প্রতিদিন ইসকন ভক্তরা বাড়ি থেকে দেশি-বিদেশি বিভিন্ন রকমারি মেনু তৈরি করে এনে ভোগ দেয় রাধা মাধবের সম্মুখে। প্রবল দাবদাহে সকলে যখন গরমে হাঁসফাঁস করে তখন এই চন্দন যাত্রা স্বস্তি ও শান্তি এনে দেয় ঈশ্বর তথা ভগবানকে।