নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কুশমন্ডি :: বুধবার ১২,মার্চ :: কুশমন্ডি থানা পাড়া ও মহিপাল রোড পানীয় জলের সংকট দেখা গিয়েছে । গ্ৰীস্ককালে উল্লেখ্য কুশমন্ডি থানাপাড়া ও মহিপাল রোড সংলগ্ন এলাকায় ট্যাপ থেকে জল পড়ছে না বিকল হয়ে বেহাল দশা পড়ে রয়েছে ।
কুশমন্ডি ব্লকে জনস্বাস্থ ইঞ্জিনিয়ারিং পাইপ লাইন বুহু পুরোনো হয়ে যাওয়া সমস্যা দেখা দিয়েছে।কুশমন্ডি ব্লকে বিভিন্ন উদয়পুর গ্ৰাম পঞ্চায়েত ও নলকূপ জল সংকট দেখা দিয়েছে ।
বাসিন্দা দীপবিন্ধু দে বলেন কুশমন্ডি ব্লক প্রশাসন দ্রুত জল সংকট সমাধান করুক। এই বিষয়ে জেলা বিজেপি সম্পাদক তাপস চন্দ্র রায় বলেন কুশমন্ডি ২০১৯ সাল থেকে প্রধানমন্ত্রী নেতৃত্বে হর ঘর জল অর্থাৎ জল জীবন মিশন প্রতিটি জল পৌঁছে যাওয়া ।
সেই পরিবেশ তৈরি হয়েছে অথচ কুশমন্ডি জল সংকট পানীয় জল পাচ্ছে না সাধারণ মানুষ চরম সমস্যার সম্মুখীন হচ্ছে। কুশমন্ডি ব্লক প্রশাসন ও জনপ্রতিনিধিরা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন। মেলা খেলায় ব্যাস্ত বলে জানান জেলা বিজেপি সম্পাদক তাপস চন্দ্র রায়।
এই বিষয়ে কুশমন্ডি ব্লকের বিডিও ডক্টর নয়না দে বলেন কুশমন্ডি ব্লকে জলস্তর নিচে চলে যাওয়া জলে সংকট দেখা দিয়েছে এলাকায় বাসী পানীয় জল পাচ্ছে না। ব্লক প্রশাসন জলের ট্যাঙ্ক ব্যাবস্থা করা হয়েছে বলে জানান । কুশমন্ডি ব্লকের বিডিও ডক্টর নয়না দে বলেন ।
এই বিষয়ে কুশমন্ডি বিধানসভার বিধায়িকা রেখা রায় বলেন জলে সমস্যা দেখা দিয়েছে । দ্রুত সমস্যার সমাধান করা হবে বলে জানান কুশমন্ডি বিধায়িকা রেখা রায়।।