সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: সাতসকালে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল ৫০ বছর বয়সী এক মহিলার। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে দক্ষিণ শহরতলীর গড়িয়ার গাজীপাড়ায়। মৃতার নাম গৌরী সাহা।
এদিন সকালে বাড়ি থেকে আগুন বের হতে দেখেন এলাকার বাসিন্দারা। তারাই আগুন নেভানোর কাজ শুরু করেন।
খবর দেওয়া হয় নরেন্দ্রপুর থানার পুলিশকে । খবর পেয়ে দ্রুত পুলিশ এসে দেহ উদ্ধার করে ওই অগ্নিদগ্ধ মহিলাকে । আগুন লাগার কারণ খতিয়ে দেখছে পুলিশ। পরিবার সুত্রে জানা গিয়েছে পক্ষাঘাতে আক্রান্ত ছিলেন ওই বৃদ্ধা । তার হাঁটা ও চলার ক্ষমতা ছিল না।