নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হুগলি :: বৃহস্পতিবার ২৩,জানুয়ারি :: শীতের আবহে সকাল থেকেই হুগলী জেলার বিভিন্ন ঘাটের ফেরি পরিষেবা ব্যাহত। কারণ ঘন কুয়াশার চাদরে মুড়ে গেছে গোটা হুগলি জেলা।
কুয়াশা দেখে মনে হচ্ছে যেনো, হুগলিবাসী এখন ডুয়ার্সে বসবাস করছে। ঘন কুয়াশায় বন্ধ রয়েছে হুগলি জেলার বিভিন্ন ফেরি পরিষেবা।