সজল দাসগুপ্ত :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: শুক্রবার ১৯,জানুয়ারি :: এবারে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকা গুলিকে রীতিমতো ঠান্ডার ক্ষেত্রে টেক্কা দিচ্ছে উত্তরবঙ্গের সমতল এলাকাগুলি। কিছু ক্ষেত্রে পাহাড়ের সর্বনিম্ন তাপমাত্রাকে ছাপিয়ে যাচ্ছে সমতলের সর্বনিম্ন তাপমাত্রা।
উল্লেখ্য কোচবিহার, বিগত কিছুদিন ধরে দেখা যাচ্ছে কুয়াশার দাপট কনকনে উত্তরে হওয়া, রোদের দেখা নেই। কনকনে ঠান্ডায় গোটা শহর কাবু। বৃহস্পতিবার রীতিমতো পাহাড়ি এলাকা গুলিকে টেক্কা দিয়েছে , সর্বনিম্ন তাপমাত্রা কমে দাঁড়ায় ৭.৯ ।
কালিংপং এর তাপমাত্রা ছিল বৃহস্পতিবার সর্বনিম্ন ৯.৫। শুধু কালিম্পং নয় সিকিমের বেশ কিছু এলাকা সাথে রীতিমতো টক্কর দিয়েছে কুচবিহারের তাপমাত্রা বৃহস্পতিবার। অপরদিকে দার্জিলিংয়ের তাপমাত্রা কমে দাঁড়ায় শুন্য, তবে তুষারপাতের ঘটনা ঘটেনি ।
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আকাশ মেঘমুক্ত থাকবার কারণে সমতল এলাকাগুলিতে রাতের দিকে তাপমাত্রা অনেকটাই নিচে নেমে যাচ্ছে। কোচবিহারের ক্ষেত্রে সেই একই ঘটনা ঘটছে, যার জন্য পাল্লা দিয়ে পাহাড়ের সঙ্গে ঠান্ডার ক্ষেত্রে টক্কর দিচ্ছে। উষ্ণতার খোঁজে চায়ের দোকানগুলিতে ভিড় করছে অনেকেই।