কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: রবিবার ১০,ডিসেম্বর :: নেই বসবাসযোগ্য বাড়িঘর। ঘরের ছাউনির ওপরে ত্রিপল দিয়ে কোন রকমভাবে দিন কাটাছেন দুই প্রতিবন্ধী বোন। তবুও বৃষ্টি এলেই ঘরের ভিতরে প্রবেশ করে জল। সরকারি বাড়ির দাবি করছেন দুই প্রতিবন্ধী বোন। কোন রকম ভাবে ভিক্ষাবৃত্তি করে এক মুঠো খাবার জোগান করে দুই বোন।
মালদার মানিকচকের এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এলাকার বাসিন্দা দুই প্রতিবন্ধী বোন সাহেনা বিবি(৫৫) এবং মেনা খাতুন(৪২)।বর্তমানে ভিক্ষা করতে পারেন না সাহেনা বিবি।সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পরেন মেনা খাতুন।দুই প্রতিবন্ধী বোনের কাতর আবেদন তাদের একটি সরকারি ঘর দেওয়া হক।
আর কত গরিব হলে মিলবে সরকারি ঘর এই প্রশ্ন থেকেই যায় ? রবিবার দুপুর নাগাদ অসহায় প্রতিবন্ধী পরিবারটির পাশে দাঁড়ান বিজেপি সংখ্যালঘু মোর্চার নেতা জিমিদার।তিনি এদিন তাঁর সহকর্মীদের দিয়ে খাদ্য সামগ্রী,বস্ত্র তুলে দেন প্রতিবন্ধী দুই বোনের হাতে এবং পরবর্তীতে পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন তিনি।