কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বুধবার ১৩,নভেম্বর :: আবাসে জট অব্যাহত। এবার ঘরের দাবিতে ব্লক দপ্তরে ধর্ণা বিক্ষোভ।ধর্নায় সামিল একই এলাকার প্রায় ৫০ জন মহিলা। প্রত্যেকের অভিযোগ তাদের কাঁচা বাড়ি রয়েছে। দিন এনে দিন খাওয়া সংসার। একাধিকবার আবেদন করেছে ঘরের জন্য। কিন্তু তালিকায় নাম নেই।
অন্যদিকে যারা এর আগে ঘর পেয়ে গেছে। যাদের পাকা বাড়ি রয়েছে। তাদের নাম থাকছে তালিকায় । মঙ্গলবার দুপুরে চাঁচল ১ নং ব্লক দপ্তরে এই ধরনা বিক্ষোভের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। মতিহারপুর গ্রাম পঞ্চায়েতের রাজাটোলা এলাকার মহিলারা বিক্ষোভ দেখাচ্ছেন।
হাতে ঘরের জন্য আবেদন পত্র নিয়ে বিক্ষোভ।পরে চাঁচল ১ পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি জাকির হোসেনের আশ্বাসে বিক্ষোভ প্রত্যাহার করা হয়।