নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাঁকসা :: বুধবার ৯,এপ্রিল :: ঘরের ভিতর থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে কাঁকসার বেলডাঙা এলাকায়।আজ দুপুরে দেহ দুর্গাপুর মহকুমা হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায় কাঁকসা থানার পুলিশ।
পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম মৌসুমী দাস।তার বয়স ৩৫ বছর।প্রতি দিনের মত গতকাল রাতে খাবার খেয়ে ঘরে শুতে যায়।সকালে ঘুম থেকে উঠে পরিবারের সদস্যরা তাকে খাটে নিস্তেজ ভাবে পড়ে থাকতে দেখে তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে।হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।
কি ভাবে মৃত্যু তার সঠিক কারণ কেউ জানাতে পারে নি।এর পরেই কাঁকসা থানার পুলিশকে খবর দেওয়া হলে কাঁকসা থানার পুলিশ দেহ উদ্ধার করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।