নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: নদীয়া :: বৃহস্পতিবার ২৯,জানুয়ারি :: ঘরের ভেতর থেকে উদ্ধার হলো বৃদ্ধার রক্তাক্ত দেহ। ঘটনাটি ঘটেছে,নদিয়ার তাহেরপুর থানার বীরনগর বড়বাজার এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, ৬০ বছরের এক মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার হয় ঘর থেকে আর তারপরেই এই রক্তাক্ত মৃতদেহ ঘিরে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়।
নিহত মহিলার নাম দিপালী মজুমদার। তিনি তাহেরপুর বড়বাজার এলাকায় একটি বাড়িতে একাই থাকতেন । বাড়ির তালা বন্ধ দেখে তারা সন্দেহ করেন এবং পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে মহিলার দেহ বিছানার ওপর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে।
প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে, চুরির উদ্দেশ্যে কেউ বাড়িতে ঢুকে থাকতে পারে, এবং মহিলাকে হয়তো তার পরিচিত চিনে ফেলার কারণে খুন করা হয়েছে। তবে বিষয়টি পুরোপুরি খুন না অন্য কিছু, তা নিয়ে তদন্ত চলছে।
খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রানাঘাট এসডিপিও এবং তাহেরপুর থানার ওসি । স্থানীয়রা এবং পরিবার সূত্রে জানা গেছে, হত্যার পিছনে আরও কোনো রহস্য থাকতে পারে, যা পুলিশ খতিয়ে দেখছে।

