ঘরের মধ্যে স্ত্রীর গলাকাটা ও স্বামীর ঝুলন্ত দেহ , বিছানায় কাঁদছে আড়াই বছরের শিশু

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: সোনারপুর :: শনিবার ৪,জানুয়ারি :: শনিবার আমি চঞ্চল্যকর ঘটনায় স্তম্ভিত হয়ে গেল গোটা এলাকার মানুষজন ।স্বামী স্ত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল দক্ষিণ শহরতলীর সোনারপুরে। ঝুলন্ত অবস্থায় স্বামী, আর গলা কাটা অবস্থায় স্ত্রীর মৃতদেহ পড়ে আছে বিছানায়। আড়াই বছরের শিশুর কান্না শুনে প্রতিবেশীরা ছুটে এসে হতবাক হয়ে যান।

তৎক্ষণাৎ সোনারপুর থানায় দেওয়া হলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। স্থানীয় মানুষের প্রাথমিক অনুমান স্ত্রীকে খুন করে স্বামী আত্মহত্যা করতে পারে বলে ধারণা। আর এই ঘটনার পিছনে জড়িয়ে আছে অশান্তির জের। ঘুমন্ত অবস্থায় স্ত্রীকে খুন করে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে স্বামী । অথবা অন্য কোন বিষয় ও থাকতে পারে ।

তাই গোটা ঘটনা খতিয়ে তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ। মৃতের নাম শশধর হালদার (৩৪ ) আর মৃতার নাম পায়েল হালদার (২৪) ।

এ বিষয়ে সুকুমার মন্ডল বাড়ির মালিক জানান শনিবার হালদার দম্পতির বাড়ি থেকে ওদের আড়াই বছরের সন্তানের কান্না শোনা যাচ্ছিল। এরপর আমরা এবং ওর প্রতিবেশী একজন কি হয়েছে বিষয়টি জানার জন্য ওদের বাড়িতে যাই বাড়িতে ঢুকেই চক্ষু চরক গাছে ওঠে।

গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে স্বামী আর রক্তয় ভেসে যাচ্ছে ঘরের মেঝে গলাকাটা অবস্থায় পড়ে রয়েছে পায়েল। এরপর আমরা তাড়াতাড়ি খবর জানাই সোনারপুর থানাতে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায়। কি ঘটনা ঘটেছে এবং কি কারণে মারা গেল দম্পতি তা আমরা বুঝতে পারছি না। পুলিশ তদন্ত শুরু করেছে তদন্তে উঠে আসবে তথ্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 4 =