ঘর হারা বৃদ্ধা ফিরলেন ঘরে- সৌজন্যে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ ::চুঁচুড়া :: গত ১৬ই এপ্রিল পোলবা থানা এলাকায় দিল্লী রোডের পাশে বছর ৭২-এর এক অসুস্থ বৃদ্ধাকে উদ্ধার করে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ব্যান্ডেল-মগরা বিজ্ঞান কেন্দ্রের সদস্যরা।

এরপর থেকে ওই বৃদ্ধার চিকিৎসা শুরু হয় চুঁচুড়া সদর হাসপাতালে। ওই বৃদ্ধার চিকিৎসা শুরু হয় চুঁচুড়া সদর হাসপাতালে।বিজ্ঞান মঞ্চের অন্যতম সদস্য শুভ্রা ভট্টাচার্য্য প্রতিদিন হাসপাতালে গিয়ে ওই বৃদ্ধাকে নানাবিধ পরিষেবা দিয়ে এসেছেন। টানা কয়েকদিন খোঁজাখুজির পর জানা যায় ওই বৃদ্ধার বাড়ি ভদ্রেশ্বর কলুভাগাড় এলাকায়। নাম সরস্বতী বৈরাগী। প্রায় মাসখানেক আগে সরস্বতীদেবী পাড়ার মুদি দোকানে গিয়ে আর ঘরে ফেরেননি।গত ১৬ই এপ্রিল পোলবায় দিল্লী রোডের ধার থেকে সরস্বতী দেবীকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে চুঁচুড়া হাসপাতালে ভর্তি করান পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সদস্যরা। সোমবার সরস্বতীদেবীকে নিতে আসেন তাঁর বড় মেয়ে ছায়া ঘট।

ছায়াদেবী বলেন তাঁর ছোট ছোট বোন পুতুল বারুই মায়ের সাথে থাকেন। ঘর থেকে পুতুলদেবীর প্রায় ১০ভরি সোনার গহনা চুরি হয়ে যাওয়ার পর থেকেই মা মানসিক অবসাদে ভুগছিলো। তবে মাকে ফিরে পাওয়ায় খুশি ওই পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + 6 =