নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: ২রা,মার্চ :: উত্তর ২৪ পরগনার বসিরহাটের হিঙ্গলগঞ্জের কুমিরমারি। গত দু’বছর ধরে কেটে গেছে আম ফান, ইয়াস, যশ সহ নানা রকম প্রাকৃতিক বিপর্যয়। রাজ্য সরকারের প্রকল্প দিদির দুত লোকজন এলাকায় এলাকায় প্রতিটা বাড়িতে বাড়িতে যাচ্ছে খতিয়ে দেখছে বিভিন্ন বিষয়।
কিন্তু কুমিরমারির সুবল দাসের অভিযোগ গত ২ থেকে ৩ বছর ধরে সেই আম ফানের পর থেকে তার বাসস্থান হয়েছে কুমিরমারী নদীর বাধে পেপার দেয়া ঘরে। পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক প্রশাসন থেকে শুরু করে সবাইকে জানানোর পরেও ভ্রুক্ষেপ নেই কারুর। শেষ পর্যন্ত আশায় বুক বেঁধেছিলেন দিদির দুত প্রকল্পের লোকজন হয়তো আসবেন তার কাছে শুনবেন তার কথা। পাবেন তিনি তার একটি ঘর।
কিন্তু না সেটাও আর হলো না। শেষ পর্যন্ত পঞ্চায়েত বিধায়ক ব্লক প্রশাসনের মত মুখ ফেরালেন দিদির দুতেরাও । তাহলে একটাই প্রশ্ন থেকে যাচ্ছে সুবল বিশ্বাস দীর্ঘ দু বছর তো নদীর বাঁধে বাস করলেন আর কতদিন ? কেন এত অনীহা প্রশাসনের ?