ঘাটালের ঝুমি নদীর ওপর ৪ টি বাঁশের সাঁকো ভাঙতে দেখা গেল।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ঘাটাল :: বৃহস্পতিবার ৩,আগস্ট :: ঘাটাল মহকুমা জুড়ে বিভিন্ন জায়গায় নদীর ওপর রয়েছে বাঁশের সাঁকো যা প্রতিবছর বর্ষাকালে ভাঙতে দেখা যায়।এবছরও তার ব্যতিক্রম নয়।আপাতত ঘাটালের ঝুমি নদীর ওপর ৪ টি বাঁশের সাঁকো ভাঙতে দেখা গেল।

ঘাটাল বালিডাঙা,দামোদরপুর, ও খাসবাড়ের ২ টি সাঁকো। এখনও রয়েছে বেশ কয়েকটি। নিম্নচাপের জেরে কয়েকঘন্টা বৃষ্টির ফলে ঝুমি নদীর জল বাড়লো। ভেসে এল কচুরিপানা।আর সেই কচুরিপানার চাপে পরপর ভাঙতে দেখা গেল সাঁকোগুলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − 3 =